চুলকানি হলে এলার্জির সবচেয়ে ভালো ঔষুদ কোনটি
চলকানি বা ত্বকের এলার্জি এমন একটি সমস্যা- যা প্রায় সকল বয়সের মানুষকে কোনো না কোনো ভাবে ভোগায়।কখন ও হঠা করে ত্বকে চুলকানি শুরু হয়।আবার চুলকানি হয় লালদাগ,ফুসফুড়ি বা ফোলাভাবসহ। তবে অনেকেই এটি ত্বকের এলার্জি বা আবহাওয়ার পরিবর্ত্নের কারনে মূলত পেয়ে থাকেন। তাই চুলকানির মূল কারণ জানা এবং সঠিক ঔষদ নির্বাচন করা অত্যন্ত জরুরি।
আমরা এই আর্টিকেল থেকে জানতে পারি- চুলকানি কারণ,ঘরোয়া প্রতিকার,এবং সবচেয়ে ভালো এলার্জি ঔষদ গুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা।
পোস্ট সূচিপত্রঃ
চুলকানির প্রধান কারণ সমূহ
চুলকানি (itching বা pruritus) নানা কারণে হতে পারে। তবে এটি একটি সাধরণ ত্বকের সমস্যা,যা এলার্জি,ধুলাবালি,এবং ঘাম বা শুস্ক ত্বকের কারণে হতে পারে।নিয়মিত পরিস্কার- পরিচ্ছন্নতা ত্বকের যত্ন নিলে প্রতিরোধ করা সম্ভাব।যেমনঃ
এলার্জি (Allergic Reaction): এর মধ্যে খাবার,ধুলা বালি,ফুলের পরাগ,মশা বা কীটের কামড়,অথবা প্রশাধন সামগ্রীর প্রতিক্রিয়া এলার্জি হতে পারে।
ত্বকের সমস্যা(Skin Conditions): একজিমা (Eczema) সোরিয়াসিস (Psoriasis) ফাঙ্গাল ইনফেকশন বা স্ক্যবিস ইত্যাদি চুলকানি হতে পারে।
ওষুদের পাশ্বপ্রতিক্রিয়াঃ যেমন ঔষুদের কিছু অ্যান্টিবায়েটিক বা পেন কিলার ব্যবহার করণে শরীরে চুলকানি শুরু হতে পারে।
পরিবেশগত কারণঃ অতিরক্ত গরম,আদ্রতা,বা শুস্ক আবহওয়া ও ত্বকের সংবেদনশীল হয়ে পড়ীবং চুলকানি দেখা দেয়।
অভ্যন্তরীণ রোগঃ লিভার কিডন, থাইরয়েড কিংবা ডায়বেটিকসজনিত সমস্যাতেও মাঝে মাঝে দেখা দিতে পারে।
⚠️ এলার্জি থেকে চুলকানির লক্ষন।
এলার্জি হলে শরিরে কিছু লক্ষন দেখা দেয়।যেমনঃ
- ত্বকে লালচে দাগ বা র্যাশ
- ত্বকের নিদির্ষ্ট স্থানে জ্বালা বা পোড়া অনুভাব হয়
- চোখ বা ঠোঁট ফোলে জাওয়া
- বারবার হাঁচি বা কাশি এবং ঘুমের ব্যাঘাত ঘটা
এই লক্ষন গুলো দেখা দিলে ধরে নেওয়া যায় যে চুলকানি বা এলার্জি লক্ষন,তবে দ্রুত সঠিক চিকিসাও এলার্জি ট্রিগার এড়িয়ে চলা জরুরি।
চুলকানি হলে এলার্জি সবচেয়ে ভালো ঔষুদ
এলার্জি বা চুলকানি কমানোর জন্য বাজারে অনেক ধরনের ঔষুদ পাওয়া যায়।তবে কোনটি সবচেয়ে ভালো,তা নির্ভর করে চুলকানি ধরন,এবং সেই ব্যাক্তির অবস্থার উপর। নিচে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকারি ব্যবহিত কিছু এলার্জি প্রতিরোধ ঔষুদের তালিকা দেওয়া হলো।
অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট(Antihistamine Tablet)
এলার্জি হলে হিস্টামিন নামক রাসায়নিক নিঃসূত হয়,যা চুলকানি তেরি করে। অ্যান্টিহিস্টামিন ঔষুধ এই হিস্টামিনের কার্যক্রম বন্ধ করে চুলকানি কমায়।
সবচেয়ে কার্যকারি ঔষুদসমূহ
ওষুদের নাম কার্যকারিতা মন্তব্য
Cetirizine দ্রুত আরাম দেয়,ঘুম আনতে পারে রাতে খাওয়া ভালো
Loratadine ঘুম আনে না,দিনে ব্যবহার উপযোগি হালকা এলার্জি
Fexofenadine দীর্ঘস্থায়ী কাজ করে,ঘুম আনে না অফিসগামিদের জন্য ভালো
Levocetirizine ধুলাবালি ও ত্বকজনিত এলার্জিতে হালকা পার্শ্বপ্রতিক্রিয়া
কার্যকর
⚠️সতর্কতাঃ গর্ভবতী নারী বা দির্ঘদিনের রোগিদের ক্ষেত্রে অবশ্যই চিকিসকের পরামর্শ নেওয়া জরুরি।
- Betnovate cream
- Hydrocortisone cream
- Fucidin H cream
- ঠান্ডা পানিতে ভেজানো আক্রান্ত স্থানে চাপা
- অ্যালোভেরা জেল লাগানো
- নিম্পাতা সেদ্ধপানি দিয়ে আক্রান্ত স্থানে ধোয়া
- নারকেল তেল লাগান
কখন চিকিৎসকের কাছে যাবেন
- চুলকানি এক সপ্তাহের বেশি স্থায়ী হুয়
- ত্বকে ফুসফুড়ি বা পুঁজ দেখা দেয়
- শরীর ফুলে যায় বা শ্বাস নিতে কস্ট হয়
- ঘুম,কাজ বা দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটে
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url