বাংলা আর্টিকেল লেখে-মাসে লাখ টাকা ইনকাম

বাংলা আর্টিকেল লেখার নিয়ম নিয়ে এই পোষ্টি আপনার জন্য তৈরি করা হয়ছে। আমরা জানবো আর্টিকেল লেখার নিয়ম,এবং কি ভাবে ভালো মানের আর্টিকেল লেখতে হয়। তা এই পোষ্টে জানতে পারবেন। যদি আপনার আর্টিকেল কে র‍্যাঙ্কিং এর শুরুতে রাখতে চান,তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল ভাবে আর্টিকেল লেখতে হবে।


বাংলা আর্টিকেল লিখা আসলে কঠিন কিছু না,যদি আপনি নিয়ম মেনে লিখেন।তবে এই অল্প সময়ের মধ্যে কিভাবে ভালো মানের আর্টিকেল লিখবেন,সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়ছে।আপনি কিভাবে প্রফেশনাল ভাবে আর্টিকেল লেখতে হয়,সেটি আপনাকে অবশ্যই এই পোষ্টি পড়তে হবে।চলুন আমরা বাংলা আর্টিকেল সম্পর্কে বিস্তারিত জেনে নি।

পোস্ট সূচিপত্রঃ বাংলা আর্টিকেল লেখে-মাসে লাখ টাকা ইনকাম

বাংলা আর্টিকেল লিখার নিয়ম

আমরা অনেকে ভাবি,বাংলা আর্টিকেল লেখা মানে অনেক কঠিন ব্যাপার।আসলে কিন্ত তা না।তবে একটু বুঝে লেখলে সুন্দর সুন্দর বাংলা আর্টিকেল লেখা যায়।বাংলা আর্টিকেল লিখার সময় পোষ্ট এর শুরুতে চার থেকে পাঁচ লাইনের ভূমিকা লিখা উচিত। ভূমিকা এমন ভাবে লিখতে হবে পাঠক ভূমিকা পড়ে বুঝতে পার।

ফোকাস কিওয়ার্ড কি 

ফোকাস কিওয়ার্ড মূলত একটি পোস্ট এর প্রান বলা যায়। কারণ ফোকাস কিওয়ার্ড ছাড়া কোনো পোস্ট কে রেঙ্কে করা যায় না। তবে আপনার মনে নিতে পারে ফোকাস কিওয়ার্ড কি এবং এটি কথায় পাবে। ওয়েট ভয় পাওয়ার কিছু নাই,আমি বলছি ফোকাস কিওয়ার্ড কি।

ধরুন,কিভাবে বাংলা আর্টিকেল লেখতে হয় আপনি জানেন না,তাহলে আপনি কি ভাবে জানবেন।নিশ্চয় আপনি Google লিখে সার্চ করবেন।তাহলে Google কি লিখে সার্চ করবেন।নিশ্চয়ই "বাংলা আর্টিকেল লেখার নিয়ম" বা "আর্টিকেল লেখার নিয়ম" দিয়ে সার্চ করে দেখবেন। আর এটি হচ্ছে ফোকাস কিওয়ার্ড।

আরো পড়ুনঃচুলকানি হলে এলার্জির সবচেয়ে ভালো ঔষুদ 

এখন তাহলে বলা যায় আপনি যে বিষয় নিয়ে পোস্ট লিখছেন Google সেই ফোকাস কিওয়ার্ড লিখে মানুষ গুগোলে সার্চ দিবে সেটাই হচ্ছে ফোকাস কিওয়ার্ড।যেমন অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় জানতে হলে অবশ্যই আপনাকে গুগোলে সার্চ দিতে হবে।এই বিষয় নিয়ে আমি কিছু ফোকাস কিওয়ার্ড তালিকা দিচ্ছি।যেমনঃ

  • অনলাইনে কিভাবে ইনকাম করা যায়
  • অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায়
  • অনলাইনে কিভাবে হালাল ইনকাম করা যায় 
  • অনলাইনে কিভাবে কাজ করে ইনকাম করা যায়
  • অনলাইনে কিভাবে ফ্রিতে ইনকাম করা যায় 

উপরের কিওয়ার্ডগুলো মূলত ফোকাস কিওয়ার্ড। একটি পোস্ট এর মধ্য ১ থেকে ১০-১৫ বার অন্তত ফোকাস কিওয়ার্ড রাখা উচিত। তবে ফোকাস কিওয়ার্ড পোস্ট বিভিন্ন জাগায় রাখতে হবে।ফোকাস কিওয়ার্ড দেওয়ার কথা বললাম দেখে আপনি সব জাগায় দিতে পারবেন না ফোকাস কিওয়ার্ড মূলত পোস্ট আগে এবং পিছনের কথার সাথে মিল রেখে দিতে হবে।

এমন ভাবে দিবেন যেন পাঠক পড়ে বুঝতে পারে এই পোস্ট কি কি আছে। আপনি যদি ফোকাস কিওয়ার্ড ঠিক না রাখেন পোস্ট যেখানে সেখানে লেখে রাখেন তাহলে আপনার পোস্ট দেখে পাঠক ভাববে আপনি তেমন একটা ভালো কিছু পারেন না।তখন আপনার পোস্ট পড়েই অন্য কথাও চলে যাবে।

ফোকাস কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ

আপনার মনে হতে পারে একটি পোস্ট এর মধ্যে এত বার ফোকাস কিওয়ার্ড লিখতে হয় কেন? এটার কাজি বা কি না দিলে হবে কি?আসুন আমি বলছি এটার কাজ কি,মানুষ যখন Google কোনো কিছু নিয়ে সার্চ দেয়। তখন গুগল আপনার সার্চ দেওয়া লেখা গুলোর সাথে ওয়েবসাইটে কোন পোস্ট সার্চ দেওয়া কিওয়ার্ড গুলো বেশি আছে। তখন Google ওয়েবসাইট পাঠক এর সামনে আপনার পোস্ট কে নিয়ে আসে। এখন বুঝতে পারছেন ফোকাস কিওয়ার্ড কেনো পোস্টের মধ্যে এতো বেশি প্রয়োজন।

ফিচার ইমেইজ

প্রত্যেকটি পোস্টের মাঝে সর্ব্বনিম্ন একটি করে ফিচার ইমেইজ দিতে হয়।আপনি যখন ফিচার ইমেইজ পোস্টের মাঝে দেন,তখন পোস্ট কে অন্য রকম সুন্দর করে তুলে।পাঠক আপনার পোস্টে লাইনের পর লাইন পড়তে অলসতা করে।আপনি যখন এর মাঝে একটি ফিচার ইমেইজ দেওয়া থাকে তখন পাঠক আপনার পোস্ট পড়ার আগ্রহ দেখায়। তাই পোস্ট এর মাঝে আপনাকে একবার হলেও ফিচার দিতে হবে।

আর্টকেল আপনি,আমি শব্দের ব্যবহার

পুরা আর্টিকেল আপনি যখন, আপনি/ আমি এই শব্দ গুলো বেশি ব্যবহার করবেন।যাতে পাঠক মনে করবে আপনি তার সাথে গল্প করছেন। পাঠক অনেক আনান্দর সহিত পুরা আর্টিকেল পড়বে।তবে আপনাকে পুরা পোস্ট এর মধ্যে আপ্নি,আমি, শব্দ গুলো বেশি ব্যবহার করতে হবে। 

আরো পড়ুনঃ চুলকানি হলে এলার্জির সবচেয়ে ভালো ঔষুদ 

গুগল সার্চ এর মাধ্যমে কিওয়ার্ড রিচার্চ

গুগল সার্চ এর মাধ্যমে কিওয়ার্ড রিচার্চ করা যায়।আমরা যখন কোন বিষয় নিয়ে গুগল অল্প কিছু লেখে সার্চ করে দেখবেন।তখন গুগল আপনার সামনে আরো অনেক কিওয়ার্ড  নিয়ে চলে আসবে,তখন আপনি যেটি পছন্দ হয় সেটার উপর পোস্ট লেখতে হবে।

আর্টিকেল গবেষণা -SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম

একটি আর্টিকেল লেখার সময় অবশ্যই আপনাকে গবেষণা করা লাগবে।তবে রিচার্চ বা গবেষণা ছাড়াও আর্তিকেল লেখা সম্ভব হয়। যদি আপনি গবেষণা ছাড়া আর্টিকেল লেখতে চান তাহলে সেটি হবে আলোহীন হারিয়ে যাওয়ার মত। তবে আর্টিকেল লেখার আগে আপনাকে কয়েকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।যেমনঃ

  • টার্গে্ট কিওয়ার্ড 
  • আর্টিকেল দৈর্ঘ্য
  • আর্টিকেল বিশ্লেষন 
  • আর্টিকেলের টাইপ
  • পাঠক জিজ্ঞাসা ইত্যাদি

কনটেন্টের টাইপ -SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম

যখন আপনার টার্গেট কিওয়ার্ড গুগল সার্চ এর মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন।এখন কোন ধরনের আর্টিকেল এখন র‍্যাকিং শীষেআছে। তখন আপনাকে সেই আর্টিকেল গুলো গুগল সার্চ করে।টার্গেট করে লেখতে হবে 

কিওয়ার্ড সাধারনত দুই ধরনের।

১) শর্ট টেইল কিওয়ার্ড(Short tail keyword): শর্ট টেইল কিওয়ার্ড সাধরণত এক থেকে তিন শব্দের মধ্যে হয়।যেমনঃ আর্টিকেল লেখার নিয়ম ইত্যাদি।

২) লং টেইল কিওয়ার্ড (Long tail keyword): লং টেইল কিওয়ার্ড সাধরণত তিন শব্দের অধিক এবং দশ শব্দের কম কিওয়ার্ডকে লং টেইল কিওয়ার্ড বলে।অল্প সময়ের মধ্যে র‍্যাকিং যাওয়ার জন্য আপনাকে লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করা বেশি ভালো হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url